কাঠবিড়ালির দুষ্টু মজা
sagor gaine
কাঠবিড়ালি, কাঠবিড়ালি,পেয়ারা তুমি খাও,ফলটা নিয়ে লাফাও দৌড়াও,মজায় মেতে যাও।সবুজ গাছে ওঠো তুমি,লাফাও ডালে ডালে,চোখে তোমার দুষ্টু হাসি,মিষ্টি পেয়ারার টানে।লম্বা লেজে ঘুরো ফিরো,খেলা করো সারাদিন,বনে-জঙ্গলে তোমার ছুটে চলা,আনন্দে ভরে দিন।তোমার ছোট্ট পায়ের ছাপ,পাতায় রয়ে যায়,পেয়ারার রস খেয়ে তুমিমিষ্টি গানে গান গাও।