যুদ্ধের আশঙ্কা এ বার পূর্ব এশিয়ায়
Samiran Saha_iask
নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল,নবান্নে পয়তাল্লিশ মিনিট জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলা হবে।যদিও এক ঘণ্টা পঞ্চান্য মিনিট কেটে গেলেও শেষ হয়নি বৈঠক।প্রায় দু’ঘণ্টা পর বৈঠক শেষ।আন্দোলনকারী এক মহিলা চিকিৎসক জানালেন, ‘‘আন্দোলন আপনার থেকেই শিখেছি।’’মমতা জানালেন, তিনি যখন অন্যশন করেছেন,প্রশাসনের তরফ থেকে কেউ আসেননি।।