Create AI Video
Create AI Video

ঘূর্ণিঝড় ‘দানা’! সাগরদ্বীপ থেকে ৬৩০ কিমি দূরে,

Biswajit Naskar
2024-10-23 14:05:37
বুধ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘দানা’! অবস্থান করছে সাগরদ্বীপ থেকে ৬৩০ কিমি দূরে, সতর্কতা জারিবঙ্গোপসাগরের একাংশ এখন থেকেই উত্তাল হতে শুরু করেছে। মৌসম ভবনের দেওয়া শেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে।তার পর সেটি অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। ‘ল্যান্ডফলের’ সময় এটির সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।

Related Videos