ধনতেরাস পূজা পদ্ধতি
joyanto roy
7. প্রদীপ জ্বালানো: লক্ষ্মী দেবীর সামনে একটি প্রদীপ জ্বালান। এটি গভীররাত্রি পর্যন্ত জ্বালিয়ে রাখুন।8. আরতি ও প্রার্থনা: পুজোর শেষে আরতি করুন এবং দেবী লক্ষ্মী ও কুবের দেবতার কাছে সমৃদ্ধি ও সুখের প্রার্থনা করুন।9. প্রসাদ বিতরণ: পুজোর শেষে সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন।10. এই পুজো শ্রদ্ধার সঙ্গে করুন দেখবেন সর্বব দিক থেকে উন্নতি হওয়া শুরু হয়েছে।11. এই দিন পারলে অবশ্যই কিছু দান করুন। যা দান করবেন তাই চোতুর গুন বৃদ্ধি পাবে।12. এই দিন বারং বার লক্ষ্মী মন্ত্র জপ বিশেষ শুভ ফল প্রদান করে। জয় মা লক্ষ্মীর জয়।এই রীতিতে ধনতেরাসের পুজো করলে ধন-সম্পদের অর্ঘ্য লাভের আশা করা হয়।