ধনতেরাস পূজা পদ্ধতি
joyanto roy
3. পঞ্চামৃত বা গঙ্গাজল দিয়ে দেবতাদের স্নান করান: গঙ্গাজল বা পঞ্চামৃত দিয়ে দেবতাদের স্নান করিয়ে তাদের পরিষ্কার কাপড় পরান।4. মন্ত্রোচ্চারণ ও ধূপদীপ জ্বালান: ধূপ ও প্রদীপ জ্বালিয়ে মন্ত্রোচ্চারণ করে দেবতাদের আহ্বান জানান।5. পুষ্প ও ফল নিবেদন করুন: লক্ষ্মী ও কুবের দেবতাকে ফুল, ফল, মিষ্টি, এবং নতুন ধাতুর জিনিস (যেমন ধাতুর বাসন বা মুদ্রা) নিবেদন করুন।6. লক্ষ্মী-কুবের মন্ত্র পাঠ করুন:লক্ষ্মী মন্ত্র: ওম শ্রীং হ্রীং ক্লীং মহালক্ষ্ম্যৈ নমঃ।কুবের মন্ত্র: ওম নমঃ কুবেরায় অষ্ট-দ্বয় বন্ধনানি পাঠয়মি।