দিনভরের প্রতিবাদ এ বার ‘মেয়েরা, রাত দখল করো’
Bipul Biswas
রবিবার রাতে আবার পথে নেমেছেন মহিলারা। আবার ‘রাতদখল’-এর ডাক দেওয়া হয়েছে। শ্যামবাজার থেকে সিঁথির মোড়, যাদবপুর থেকে সল্টলেক— জমায়েত হয়েছে সর্বদা যাদবপুরে জমায়েতযাদবপুর ৮বি এলাকায় রাতদখলের জমায়েতে ভিড় চোখে পড়ার মতো। এই এলাকায় মূলত ছাত্রছাত্রী, প্রাক্তনী এবং সাধারণ মানুষ জড়ো হয়েছেন। ত্র।কলকাতা বিমানবন্দর এলাকায় রাতদখলের জমায়েতে ভিড় করেছেন বহু মানুষ।