হরহামেশা ব্যবহার করা বাংলা প্রবাদ ব্যাখ্যা ইংরেজি
Williamnorton151
1. অতি লোভে তাতি নষ্টইংরেজি: Excessive greed ruins everything.ব্যাখ্যা: বেশি লোভ করলে তার ফল ভালো হয় না। সবকিছু ধ্বংস হয়ে যায়।2. নাচতে না জানলে উঠান বাঁকাইংরেজি: If you can't dance, don't blame the floor.ব্যাখ্যা: নিজের অক্ষমতা বা ভুলের জন্য অন্যকে দোষারোপ করা উচিত নয়।3. আঙ্গুর ফল টকইংরেজি: The grapes are sour.ব্যাখ্যা: যা পাওয়া যায় না, তাকে তুচ্ছ মনে করার প্রবণতা বোঝাতে এই প্রবাদটি ব্যবহৃত হয়।4. অতি উৎসাহ সর্বনাশের মূলইংরেজি: Over enthusiasm is the root of disaster.ব্যাখ্যা: অতিরিক্ত উৎসাহ বা উত্তেজনা মাঝে মাঝে বড় ক্ষতি করে দেয়।5. আপনার চরকায় তেল দিনইংরেজি: Mind your own business.ব্যাখ্যা: নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত, অন্যের বিষয়ে নাক গলানো ঠিক নয়।