Create AI Video
Create AI Video

একটি ছোট নদী তীরবর্তী গ্রাম

Avijit Bhandari
2024-10-27 17:45:47
একটি ছোট নদী তীরবর্তী গ্রাম খুবই মনোরম পরিবেশে ভরা। নদীর ধারে সারি সারি সবুজ গাছপালা আর ঝোপঝাড় গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। নদীর তীরে বালির চর, যেখানে গ্রামের মানুষরা সন্ধ্যাবেলায় বসে গল্প করে এবং শিশুরা খেলে। গ্রামের লোকেরা অনেকেই মাছ ধরার কাজে ব্যস্ত থাকে। নদীর তীরে ছোট ছোট নৌকা বাঁধা থাকে, যা তারা মাছ ধরার কাজে ব্যবহার করে। চারপাশে ধানক্ষেত, বাগান আর কাঁচা রাস্তা দিয়ে গ্রামটি ঘেরা। পাখির কিচিরমিচির, শান্ত নদীর কলকল ধ্বনি আর সবুজের সমারোহে ভরা এই গ্রাম এক প্রশান্তির স্থান।

Related Videos